ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নদিয়া জেলা সফরে ব্যাপক প্রতিশ্রুতি মমতার

কলকাতা বুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২

কলকাতা : মঙ্গলবার নদিয়া জেলা সফরে এসে জেলার উন্নয়নের জন্য ব্যাপক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, ১০০ দিনের কাজের টাকা প্রতিদিন হাতে হাতে দিয়ে দেওয়া হবে।

জেলার ৪০টি মাধ্যমিক স্কুলকে উচ্চমাধ্যমিক স্কুল করা হবে। তেহট্ট ও নাকাশিপাড়া দু’টি আটিআই হবে।

এছাড়া জেলায় মেয়েদের একটি পলিটেকনিক হবে। ১৭টি কোলস্টোরেজ হবে। ধুবুলিয়ায় মেডিক্যাল কলেজ ও কুপার্সক্যাম্পে হাসপাতাল হবে। হরিনঘাটায় আরো একটি পুরসভা হবে। ক্ষুদ্র ও পর্যটন শিল্পের উন্নয়ন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, জেলায় ৮৫% বিদ্যুৎ আছে। ১৫% বাকি আছে বিদ্যুৎ, সেটার কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে। এখানে চাষিদের কোনো সমস্যা নেই। তিনি বলেন, ন্যাশনাল হাইওয়ের অবস্থা খারাপ সে ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জেলায় বটলিং প্ল্যান্ট হবে। প্রচুর ছেলেমেয়ের কাজ হবে।

এদিন তার সাথে ছিলেন ১৫ জন মন্ত্রী ও সব দফতরের মুখ্য সচিবেরা। ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়।
জেলা সদর কৃষ্ণনগরে সকাল সাড়ে ১১টায় তিনি প্রশাসনিক বৈঠক করেন।

এতে সব মন্ত্রী, জেলা প্রশাসনের প্রধান, পুলিশ আধিকারিক, মুখ্য সচিব সমর ঘোষ ও স্বরাষ্ট্র সচিব জ্ঞানদত্ত গৌতম উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর স্টেশনে কয়েকটি লোকাল ট্রেনের উদ্বোধন করেন। এছাড়া সংখ্যালঘু দফতরের একটি কার্যালয়ও উদ্বোধন করেন তিনি।

ভারতীয় সময় : ১৫৫০ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।