ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের কাউন্সেলিং!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২

কলকাতা: সরকারি দফতরে কর্মসংস্কৃতি প্রতিষ্ঠা করতে এবার সরকারি কর্মচারীদের জন্য কাউন্সেলিংয়ের উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু।

তিনি নিজে আগামী দিনে দফতরে দফতরে ঘুরে কর্মীদের বোঝাবেন কর্মসংস্কৃতির প্রয়োজনীয়তা, নির্দিষ্ট সময় অফিসে আসা, নিজের কাজ এবং নির্দিষ্ট কাজের শেষে অফিস ছাড়ার বিষয়ে।



আপাতত নিজের দফতরের বিভিন্ন কার্যালয়ে ঘুরে এ কথাই বোঝাবেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। তবে ভবিষ্যতে অন্যান্য দফতরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে কর্মচারীদের অধিকার ও তার সীমাবদ্ধতা তুলে ধরে লিফলেট ছাপানো হবে। সেখানে বুঝানো হবে তারা যে আদৌ পূর্ণাঙ্গ ট্রেড ইউনয়নের অধিকার পেতে পারেন না। সার্ভিস রুল তুলে ধরেও এ সম্পর্কে বুঝানো হবে।

যদিও লিফলেট ছাপানোর আগেই প্রচার মাধ্যমে প্রকাশিত শ্রমমন্ত্রীর মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ কর্মচারী সংগঠনগুলো। মিছিল, স্লোগান, ধর্মঘটে শ্রমমন্ত্রী বিরোধিতা করায় প্রতিবাদী হয়ে উঠেছে এসব সংগঠন।

বামপ্রভাবিত রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক অনন্ত বন্দ্যোপাধ্যায় সেই কথাই সাফ জানিয়ে দিয়েছেন।  

তবে এ বিষয়ে হাল ছাড়তে রাজি নন শ্রমমন্ত্রী। তার সাফ কথা কর্মসংস্কৃতি ফেরাতেই হবে। তার জন্য প্রথমেই সচেতন করতে সমস্ত পর্যায়ের কর্মচারীদের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়ারও পক্ষপাতী তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।