ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএ চুক্তি কার্যকর করার দাবি জনমুক্তি মোর্চার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২

কলকাতা : জিটিএ চুক্তি কার্যকর করা না হলে কপি পোড়ানোর হুমকি দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

জলপাইগুড়ি জেলার শিপচুতে এক সমাবেশে বুধবার এ হুমকি দেন মোর্চ প্রধান বিমল গুরুং।



তিনি বলেন, আগামী ২৭ মার্চের মধ্যে জিটিএ চুক্তি কার্যকর না হলে তারা অ্যাকশনে যাবেন।

তিনি আরো বলেন, ১৭ এপ্রিল তাদের যে জনসভা আছে সেখানে তারা সেই চুক্তির প্রতিলিপি পোড়াবেন।

কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে জিটিএ চুক্তি স্বাক্ষর হওয়ার পর ৬ মাস পেরিয়ে যাওয়ার পরও তা কার্যকরী হয়নি।


বাংলাদেশ সময় : ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।