ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এক হাজার বিজ্ঞান শিক্ষক নিয়োগ দেবে রাজ্য সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): এক হাজার বিজ্ঞান শিক্ষক নিয়োগ দেবে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এ খবর জানিয়েছেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।

তিনি জানান, ‘এ মাসেই নিয়োগপত্র ছাড়ার কাজ শুরু হবে। মার্চ মাসের মধ্যেই নতুন শিক্ষকরা তাদের নতুন কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। ’

২০১০ সালের মার্চ মাসে রাজ্যে শেষবারের মতো স্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। সে সময় কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে চার হাজার ৭০০ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এরমধ্যে বিজ্ঞান শিক্ষকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এরপরও দপ্তর থেকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আরও কিছু বিজ্ঞান শিক্ষকের প্রয়োজন রয়েছে রাজ্যে।

বিজ্ঞানের স্নাতকরাও সে সময় বিজ্ঞান স্নাতক শিক্ষক নিয়োগের দাবি জানান।

অবশেষে ২০১০ সালে সরকার সিদ্ধান্ত নিয়েছিল আরও এক হাজার বিজ্ঞানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সে অনুযায়ী ২০১১ সালে সাক্ষাৎকার নেওয়া হয়।

মন্ত্রী জানান, আমরা অনেক আগে সিদ্ধান্ত নিলেও অর্থ সঙ্কটের কারণে শিক্ষক নিয়োগ করতে পারছিলাম না। ’

বিদ্যালয় শিক্ষামন্ত্রী জানান, এ মাসেই আমরা নিয়োগপত্র ছেড়ে দেবো।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।