আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশের বিভিন্ন ডিজাইনের কাপড় মন জয় করল ত্রিপুরার মানুষের। বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে ২২তম ত্রিপুরা শিল্প-বাণিজ্যমেলা।
গত মাসের ২৭ তারিখ থেকে শুরু হয়েছিল এবারের মেলা। সব মিলিয়ে স্টল ছিল ২৫০’র মতো। এর মধ্যে বাংলাদেশের স্টল ছিল ১৪টি। বাংলাদেশের শড়ি ছাড়াও প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, সিমেন্ট, খাদ্য দ্রব্য নিয়ে স্টল সাজিয়েছিলেন ব্যবসায়ীরা।
বাংলাদেশের কাপড়ের স্টলে ছিল জামদানি, মসলিন জামদানি এবং বিভিন্ন ধরনের বুটিক।
ঢাকা থেকে আগত কাপড় বিক্রেতারা জানিয়েছেন, আগরতলার মানুষ সব চেয়ে বেশি পছন্দ করেছেন জামদানি। বিক্রিও ভাল হয়েছে বলে তাদের দাবি।
শাড়ি ছাড়াও ও দেশের প্লাস্টিকের সামগ্রীর ভাল কদর ত্রিপুরায়। বছরভর বিক্রি হয় সে দেশের হরেক রকম প্লাস্টিকের পণ্য।
আগরতলা শিল্পমেলায় প্রতি বছরই আসেন বাংলাদেশের ব্যবসায়ীরা। প্রতি বছরই তাদের সংখ্যা বাড়ছে।
এ বছর শিল্প মেলাতে বিক্রিও বেড়েছে আনেক। গতবার বিক্রি হয়েছিল সাড়ে তিন কোটি টাকার পণ্য। এবার তা সাড়ে সাত কোটি টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২