কলকাতা: তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সংগঠনের সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো শোভন দেব চ্যাটার্জিকে।
১৯৯৮ সালে তৃণমূল গঠিত হওয়ার পর এর শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র প্রথম সভাপতি করা হয় শোভন দেব চ্যাটার্জিকে। ২০০৯ পর্যন্ত সংগঠনের দায়িত্বে ছিলেন তিনিই। ২০০৯ সালে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি করা হয় পূর্ণেন্দু বসুকে। সেইসময় সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিযুক্ত হন শোভন দেব চ্যাটার্জি।
২০১১-র বিধানসভা নির্বাচনের পর পূর্ণেন্দু বসু শ্রমমন্ত্রী দায়িত্ব নেওয়ায়, তাঁর জায়গায় আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী করা হয় দোলা সেনকে। এরপর এদিন সর্বভারতীয় সভাপতির পদ থেকে শোভন দেব চ্যাটার্জিকে সরিয়ে, সুব্রত মুখার্জিকে সেই পদে বসালেন মমতা ব্যানার্জি।
শোভন দেব চ্যাটার্জি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘মমতা ব্যানার্জি যা ভাল বুঝেছেন করেছেন, দলের একজন অনুগত সৈনিকের মতো তা মেনে নিচ্ছি। ’
এদিকে, কিছুদিন আগে পর্যন্ত কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির রাজ্য সভাপতি ছিলেন সুব্রত মুখার্জি। কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর, সেই পদ থেকে তাকে সরিয়ে প্রদীপ ভট্টাচার্যকে বসানো হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, বহু বছর ধরে আইএনটিইউসি সামলানোর সুবাদে শ্রমিক আন্দোলন সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সুব্রত মুখার্জির। এবার দলের শ্রমিক সংগঠনের বিস্তারের লক্ষ্যে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মমতা ব্যানার্জি। সেই লক্ষ্যেই এই রদবদল।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২