কলকাতা: রাজ্যের অর্থিক বরাদ্দ নিয়ে কংগ্রেস আর তৃণমূলের বির্তক এখন চরমে। এরই মধ্যে রাজ্যের আর্থিক বরাদ্দ নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
বৃহস্পতিবার মহাকরণে এক সংবাদ সম্মেলনে অমিত মিত্র বলেন, সাংবিধানিক অধিকার অনুযায়ী রাজ্যের জন্য বরাদ্দ টাকাই শুধুমাত্র রাজ্যের কোষাগারে এসেছে। কর বাবদ আদায়কৃত টাকার একটি অংশই রাজ্যের হাতে এসেছে। এক্ষেত্রে গত ৬ মাসে পশ্চিমবঙ্গ ১২ হাজার ৩২১ কোটি রুপি পেয়েছে। সেই তুলনায় উত্তরপ্রদেশ ৩৩ হাজার ৩৭৬ কোটি, বিহার ১৮ হাজার ৫১৭ কোটি রুপি পেয়েছে।
এ অর্থ ছাড়া আর ৪টি প্রকল্প বাবদ রাজ্য কেন্দ্র থেকে যে টাকা পেয়েছে সেটাও রাজ্যের অধিকারের মধ্যে পড়ে বলে এদিন তিনি জানান।
এর পাশাপাশি তিনি বলেন, পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নের জন্য ২০০৫-০৬ সালে বিহার যেখানে প্রায় ৮ হাজার কোটি রুপি পেয়েছিল সেখানে এখন পর্যন্ত এ রাজ্যের জন্য ১ হাজার ৪৬ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
আর সেই টাকা অন্য কোনও খাতে রাজ্য সরকার ব্যবহার করতে পারবে না বলেও তিনি জানান।
এদিন তিনি দাবি করেন, রাজ্য সরকারের অধিকারের বাইরে কেন্দ্র সরকার থেকে কোনও বিশেষ অনুদান রাজ্য পায়নি।
তিনি এদিন আরও জানান যে, সাবেক বামফ্রন্ট সরকারের জন্য রাজ্যের যে ঋণের বোঝা ও তার সুদ দিতে যে টাকা লাগে তা তিন বছরের জন্য ছাড় দেওয়ার আবেদন জানানো হলেও কেন্দ্র সরকার তা অনুমোদন করেনি।
তার দাবি, এটি ছাড় পাওয়া গেলে রাজ্য সরকার আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারতো।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্র“য়ারি ০৯, ২০১২