কলকাতা: নির্বাচন কমিশনের মত রাজ্য সরকারে শিক্ষামন্ত্রকে অধীনস্ত মধ্যশিক্ষা পর্ষদ শতাধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে।
আগামী ২৪ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা কেন্দ্রে নকল রোধে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভিডিও রেকর্ডিং করা হবে। এছাড়া থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। নিরাপত্তার কারণে ও বহিরাগতদের অনুপ্রবেশ রোধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে পর্ষদ।
হাওড়া, মুর্শিদাবাদ, পাহাড়ের কিছু বিদ্যালয়কে এ ব্যাপারে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষার ৭ দিন আগেই পুলিশ কন্ট্রোল রুম খোলা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২