কলকাতা: দুদিনে সফরে উত্তরবঙ্গ গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সফরে তিনি প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন, রেল প্রকল্পের অনুষ্ঠানসহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন।
দুদিনের সফরে তার সঙ্গে রাজ্য প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি প্রায় ১৫ জন মন্ত্রীও উপস্থিত থাকবেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ৩টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দার্জিলিংয়ের বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়ি পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। শহরের দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের ৬ জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। রাজ্যের প্রায় ১৫ জন মন্ত্রী, বেশ কয়েকজন সচিব ছাড়াও জেলাগুলোর ডিএম, এসডিও, বিডিও, এসপিসহ প্রায় ৪০০ জন আধিকারিক এই বৈঠকে উপস্থিত থাকবেন।
জেলাগুলোর উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বৈঠকে আলোচনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক বৈঠকের পর কাঞ্চনজঙ্ঘ স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এখান থেকেই উত্তরবঙ্গের জন্য তিনি বেশ কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন।
এছাড়া এই অনুষ্ঠান মঞ্চ থেকেই ১৫ জন বিশিষ্ট ব্যক্তির হাতে বঙ্গসম্মান দিয়ে সম্মানিত করা হবে।
শনিবার দ্বিতীয় দিনের কর্যক্রম হিসেবে বাগডোগরায় রেলের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সেখান থেকে কয়েকটি নতুন ট্রেনের যাত্রা সূচনার পাশাপাশি আন্তঃজেলা রেল পরিষেবার উদ্বোধন করবেন তিনি। শনিবারই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
এদিকে, এই মমতার সফর প্রসঙ্গে সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য বলেছেন, ‘আর্থিক সঙ্কটে রয়েছে রাজ্য। মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই এসই উৎসব। ’
তার বক্তব্য খারিজ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেছেন, ‘সঙ্কটের সঙ্গে উত্সবের কোনো সম্পর্ক নেই। ’
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে অনেকটা নতুন সাজে সেজেছে শিলিগুড়ি। গত কয়েকদিন ধরে নতুন আলো লাগানোর পাশাপাশি রাস্তাঘাটের সংস্কার করা হয়েছে। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে শহরে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে মোর্চা নেতাদের জিটিএ নিয়ে হুমকি প্রশাসনকে কিছুটা চাপে ফেলেছে। এর মোকাবিলায় মুখ্যমন্ত্রী মোর্চা নেতাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন বলে জানা গেছে।
ভারতীয় সময়: ১১৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২