ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় শিশু মৃত্যু হার কমেছে

তন্ময় চক্রবর্তী, আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরায় আরও কমেছে শিশু মৃত্যুর হার। প্রতি এক হাজার শিশুর মধ্যে ত্রিপুরায় শিশু মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ২৭।



২০১১ সালে যে সমীক্ষা হয়েছে এটা তারই সর্বশেষ তথ্য। গত বছর রাজ্যে এ হার ছিল ৩১।

জাতীয় ক্ষেত্রে শিশু মৃত্যুর হার এখন ৪৭। অর্থাৎ ত্রিপুরা রয়েছে জাতীয় গড়ের চেয়ে ভালো অবস্থায়। গত বছর জাতীয় শিশু মৃত্যুর হার ছিল ৫০।

দেশের মধ্যে মধ্য প্রদেশে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। সেখানে এই হার ৬২। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দেশের অন্যতম ছোট্ট রাজ্য গোয়া। ওই রাজ্যে শিশু মৃত্যুর হার মাত্র ১০। এরপরই কেরালা। যেখানে এই হার ১৩।

উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো স্থানে আছে মণিপুর। তাদের শিশু মৃত্যুর হার মাত্র ১৪। এই অঞ্চলে ত্রিপুরার স্থান তৃতীয়।

উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে খারপ অবস্থা আসাম এবং মেঘালয়ের। এই দুই রাজ্যে শিশু মৃত্যুর হার যথাক্রমে ৫৮ এবং ৫৫।

গত এক বছরে ত্রিপুরায় শিশু মৃত্যুর হার কমেছে চার পয়েন্ট। যেখানে সারা দেশে এই হার কমেছে মাত্র তিন পয়েন্ট।

রাজ্য স্বাস্থ্য দফতরের এক অধিকারিক জানিয়েছেন, শিশু মৃত্যুর হার কমার মূল কারণ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক বিস্তৃতি। যদিও এখনও আমাদের চিকিৎসক স্বল্পতা রয়েছে। তবে সরকারের লক্ষ্য শিশু মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।