ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন ১৩৩ চিকিৎসক পাচ্ছে ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : এ বছর একসঙ্গে ১৩৩ জন নতুন চিকিৎসক পেতে যাচ্ছে ত্রিপুরা। এর আগে এত সংখ্যক চিকিৎসক একসঙ্গে পায়নি রাজ্যের মানুষ।



রাজ্যে বর্তমানে দু’টি মেডিক্যাল কলেজ রয়েছে। এর মধ্যে ত্রিপুরা মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের ফল প্রকাশিত হয় শুক্রবার সন্ধ্যায়। সেখান থেকে এমবিবিএস কোর্সে পাস করেছেন ৫৩ জন। এই নবীন চিকিৎসকরা এই কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী।

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ফলও প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সে কলেজ থেকে এ বছর ডাক্তার হয়ে বেরুচ্ছেন ৮০ জন।

দুই কলেজ মিলিয়ে এবার রাজ্য স্বাস্থ্য পরিসেবায় যুক্ত হতে যাচ্ছেন ১৩৩ জন নতুন চিকিৎসক।

রাজ্যে চিকিৎসকের বিপুল ঘটতি রয়েছে। নতুন চিকিৎসকরা এই ঘটতি অনেকটাই কমাবে বলে স্বাস্থ্য অধিকারিকদের দাবি।

বাংলাদেশ সময় : ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।