ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অধিবেশন না চললে বিধানসভা ভবনে সাংবাদিক বৈঠক নিষিদ্ধ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

কলকাতা: অধিবেশন না চললে বিধানসভা ভবনের কোন কক্ষে বিরোধীদলের সাংবাদিক বৈঠক নিষিদ্ধ করেছেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি।

বিধানসভা ভবন সূত্রে জানা গেছে, শুক্রবার তিনি সব বিরোধীদলকে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

বুধবার বিরোধী দলীয় নেতা সূর্যকান্ত মিশ্র বিধানসভা না থাকলেও সাংবাদিক বৈঠক করেন। এতে তিনি ধাযর্কৃত সময়ের ১৫ মিনিটের বেশি সময় নেন। এরই প্রেক্ষিতে নজিরবিহীনভাবে স্পিকার এই নির্দেশ দেন।

অধ্যক্ষ বিমান ব্যানার্জি সিকিউরিটি স্টাফদের বেশি সময় নিয়ে নেওয়ার জন্যই তিনি এই নির্দেশ জারি করেছেন।

বিরোধী দলীয় নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, এ ব্যাপারে তার বক্তব্য স্পিকারকে লিখে জানাবেন।

তিনি বলেন, এটা গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ। শুধু বিরোধী নয়, সাংবাদিকের অধিকারের ওপরেও হস্তক্ষেপ। হাউসের মধ্যে বিরোধীরাও পড়ে। তবে কেন তাদের কণ্ঠরোধের জন্য সময় ধার্য করা হবে। এটা সরকারের স্বৈরাতান্ত্রিক মনভাবের প্রতিফলন। সরকার বিরোধীদের এতো ভয় পাচ্ছেন কেন?

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।