কলকাতা: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। ৯টি জেলার ৫৯ টি আসনে শনিবার ভোট নেওয়া হচ্ছে।
এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। ২০ হাজার ৪২৮ টি বুথে নেওয়া হচ্ছে ভোট, এরমধ্যে ২ হাজার ৯৭১ টি বুথকে অতি ঝুঁকিপূর্ণ ও ২ হাজার ৩৬২ টি বুথকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে রাজ্যের নির্বাচন কমিশন।
মহারাজগঞ্জ, সন্ত কবিরনগর, গোরখপুর, কুশিনগর, দেওরিয়া, মও, বালিয়া, আজমগঢ় ও গাজিপুর, এই নয়টি জেলায় চলছে ভোটগ্রহণ।
এদিন ভাগ্য নির্ধারিত হবে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। এর মধ্যে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ সুখদেও রাজভর, বহুজন সমাজ পার্টির রাজ্য সভাপতি স্বামী প্রসাদ মৌর্য, বিজেপির প্রদেশ সভাপতি সূর্য প্রতাপ শাহি, সমাজবাদী পার্টির অম্বিকা চৌধুরী প্রমুখ।
দ্বিতীয় দফার এই ভোটে প্রায় ৩৫ শতাংশ প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত রয়েছেন। নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। রাজ্যের নেপাল ও বিহার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে. ১৪ হাজার পুলিশ ও হোমগার্ডের সঙ্গে ১০০ কোম্পানি সামরিক বাহিনীর জওয়ান ও সমসংখ্যক পিএসি জওয়ানও মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকায়।
প্রবল ঠাণ্ডার কারণে সকালে ভোটের হার কিছুটা কম রয়েছে. তাও বেশ কিছু কেন্দ্রে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়েছে।
ভারতীয় সময়: ১৫১০ ফেব্রুয়ারি ১১, ২০১২