কলকাতা : জীবন বীমা ভবনে আগুনে পুড়ে গেল রের্কড রুম। শনিবার ভোর বেলা কলকাতার ১৬ নম্বর গণেশচন্দ্র এভিনিউয়ের জীবন বীমা ভবনে আগুন লাগে।
এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ ওই ভবনের পাঁচ তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা তারাই দমকলে খবর দেয়। আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন।
দমকল সূত্রে জানানো হয়েছে, ঘন ধোঁয়ায় ঢেকে ছিল বাড়িটির চতুর্থ তলা। কাচ ভেঙে ভেতরে ঢোকেন দমকলকর্মীরা।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। জানা গেছে, রেকর্ড রুম পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে কম্পিউটারগুলোও।
তবে, কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি দমকল বা পুলিশ। পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই লেগেছে আগুন।
বাংলাদেশ সময় : ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২