কলকাতা: উত্তরবঙ্গ সফরের শেষ দিন শনিবার বাগডোগরায় ৩টি ট্রেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন নিউজলপাইগুড়ি থেকে আসামের বুলকগঞ্জ পর্যন্ত ব্রডগেজ লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচলেরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর উপস্থিতি ছিলেন।
নতুন চালু করা ট্রেনগুলো হল- নিউ জলপাইগুড়ি-বালুরঘাট লোকাল, নিউ জলপাইগুড়ি-রাধিকাপুর লোকাল, নিউ জলপাইগুড়ি-বুনিয়াদপুর লোকাল।
নিউ জলপাইগুড়ি থেকে আসামের বুলকগঞ্জ পর্যন্ত ব্রডগেজ লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচলেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই লাইনে এতদিন শুধুমাত্র মালবাহী ট্রেন চলত। এর পাশাপাশি নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস চালু করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত ছাড়পত্র মিললেই ওই ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিং, জলপাইগুড়িতে রেলের অব্যবহৃত জমিতে শিল্পস্থাপন করা হবে। এর ফলে বাড়বে কর্মসংস্থানের সুযোগও।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২