ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ত্রিপুরায় আসছেন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): এবার হয়তো নিজেদের ঘরে পাকাপাকিভাবে ফিরতে চলেছেন রিয়াং শরনার্থীরা। এমনই ইঙ্গিত মিলেছে প্রশাসন সূত্রে।



মিজোরাম সরকারও তাদের ফিরিয়ে নেওয়ার ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। মিজরামের রিয়াং শরনার্থীদের ঘরে ফিরে যাবার প্রক্রিয়ায় থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ত্রিপুরায় আসছেন ১৮ ফেব্রুয়ারি। ঐ দিনই তিনি কাঞ্চনপুরের রিয়াং শরনার্থী শিবিরে যাবেন বলে জানা গেছে।

আজ থেকে প্রায় ১৫ বছর আগে জাতিগত সংঘর্ষে মিজোরাম থেকে পালিয়ে এসে রাজ্যে আশ্রয় নেন রিয়াং সম্প্রদায়ের মানুষরা। কাঞ্চনপুরের ছয়টি ক্যাম্পে তারা থাকছেন। এখন তাদের সংখ্যা প্রায় ৩০ হাজার। শরনার্থীর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তারা।

বারবার এদের ফিরিয়ে নেবার কথা হলেও কাজের কাজ কিছুই হয় নি। যারা পুনর্বাসনের জন্য ফিরে গিয়েছিলেন তারাও আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন মিজোরাম থেকে। ঐ রাজ্যের সরকারের সদিচ্ছে নিয়েও প্রশ্ন ছিল রিয়াং শরণার্থীদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে। এখন আবার নতুন করে মিজোরাম ছেড়ে মানুষ জন আসতে শুরু করেছেন।  

জানা গেছে, কেন্দ্রীয় সরকার মিজোরাম সরকারের সঙ্গে কথা বলেছে এই শরনার্থীদের ফিরিয়ে নেবার বিষয়ে। মিজোরাম সরকারও এবার রাজি হয়েছে। তাই আসতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ত্রিপুরা সরকার থেকেও বারবার কেন্দ্রীয় সরকার এবং মিজরামের উপর চাপ দেয়া হয়েছিল যাতে শরণার্থী শিবিরে থাকা ৩০ হাজার মানুষকে ফিরিয়ে নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।