কলকাতা: কলকাতা নগরীর আইনশৃঙ্খলা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণ। এই বিষয়ে খুব দ্রুতই পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্যপাল জানান, গত কয়েক দিন ধরেই শহরের অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলেছে। এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগি হবেন তিনি।
বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দার সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই কলকাতা শহরের অপরাধমূলক কার্মকাণ্ড বেড়ে চলেছে। সম্প্রতি লা মার্টিনিয়ার স্কুল ছাত্রের লাশ উদ্ধার, দিনেদুপুরে বড়বাজার এলাকায় ব্যবসায়ী খুন। যা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল।
এদিন অবশ্য অধিবেশন চলাকালীন বিধানসভাতে সাংবাদিক বৈঠক করা যাবে না নিয়ে প্রশ্নের জবাব রাজ্যপাল এড়িয়ে যান।
তিনি বলেন, বিষয়টি অধ্যক্ষের বিবেচনাধীন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২