ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বিশ্ববিদ্যলয়ে স্নাতক স্তরের পরীক্ষায় সিসিটিভি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

কলকাতা: পরীক্ষা কেন্দ্রে অশান্তি রুখতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পথে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে ক্লোস্ড সার্কিট (সিসি) টিভি বসানোর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



চলতি বছর থেকেই স্নাতক স্তরের সব পরীক্ষায় এ পদ্ধতি কার্যকর হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা নির্বিঘ্নে করার বিষয়ে শতাধিক কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। অধ্যক্ষদের এই পরিকল্পনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবছর স্নাতক স্তরের প্রায় ৩ লাখের বেশি পরিক্ষার্থী পরীক্ষায় বসে। উত্তরপত্রের সংখ্যা প্রায় ৪০ লাখ। বহু ক্ষেত্রে এই উত্তরপত্র হারিয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন পরিক্ষার্থীরা। সেই ঘটনা রুখতে এবার খাতা জমা দেওয়ার পর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সাক্ষর করা বাধ্যতামূলক হচ্ছে বলে এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

এবার এপ্রিলেই শুরু পার্ট থ্রি। পার্ট টু এবং পার্ট ওয়ান শুরু জুন এবং জুলাইয়ে। চলতি বছরে এই পরীক্ষা থেকেই এই বিধি কার্যকর করতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাও জানানো হয় এদিন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।