ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যাত্রীবাহী স্টিমারের জ্বালানি তেলে গঙ্গার পানি দূষণ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

কলকাতা : যাত্রীবাহী স্টিমারের তেলের ট্যাঙ্ক ফেটে গিয়ে বিষাক্ত রাসায়নিক তেল মিশছে গঙ্গার পানিতে। শনিবার থেকে চলছে এই দূষণ।

এরপর আটচল্লিশ ঘণ্টা কেটে গিয়েছে। তবু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বিষাক্ত রাসায়নিক তেল মিশে দূষিত হয়েই চলেছে গঙ্গার পানি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ হাওড়া সালকিয়ার হুগলি ডক এন্ড পোর্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি যাত্রীবাহী স্টিমার জোয়ারের স্রোতে পাড়ে গিয়ে ধাক্কা মারে। ফাটল ধরে স্টিমারের বিভিন্ন অংশে, স্টিমারের মধ্যে থাকা বিষাক্ত তেল গঙ্গায় মিশতে শুরু করে।

সংস্থাটির কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষ মেরামতের কাজে ঠিক মতো টাকাপয়সা খরচ করে করলে স্টিমারটি ফেটে যেত না, আর এই বিপত্তিও হত না।

সালকিয়া এলাকায় গঙ্গার পাড় ধরে বেশ কয়েকটি ঘাট রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গায় স্নান করলেই গা-হাত-পা চুলকোচ্ছে. বমি পাচ্ছে।

তাদের দাবি, বিষাক্ত তেল মিশে দুষিত হওয়াতেই এই বিপত্তি।

সালকিয়ার হুগলি ডক এন্ড পোর্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃপক্ষের অবশ্য দাবি, এমন কিছু ঘটেনি. শনিবার স্টিমারটি ফেটে যাওয়ার ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে সংস্থাটির কাজকর্ম।

বাংলাদেশ সময় : ২৩৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।