ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার আলিপুর আদালতে বিয়ের অনুষ্ঠান!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩০, ফেব্রুয়ারি ১৪, ২০১২

কলকাতা: আদালত চত্বরেই বিয়ের অনুষ্ঠান! বাঁধা হয়েছে বিয়ের প্যান্ডেলও। এমনই অভূতপূর্ব ঘটনা কলকাতা আলিপুর জজ কোর্টে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশ্ন উঠেছে, সবার চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল কী ভাবে।

সোমবার আলিপুর জজ কোর্টের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডানদিকে তাকালেই চক্ষু চড়কগাছ! প্রায় ৫০ থেকে ১০০ মিটার জায়গায় ঘটা করে বাঁধা বাহারি প্যান্ডেল। বিয়ের অনুষ্ঠান কে বলবে এটা আদালত? প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এখানে, বিচারের আশায়।

আদালত সুত্রে জানা গেছে, আলিপুর কোর্টের অবসরপ্রাপ্ত গ্রুপ ডি স্টাফ পাঁচু লাল, তারই নাতনির বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে বিয়ের মণ্ডপ।

পাঁচু লালের দাবি, এই অনুষ্ঠানের জন্য না কি মৌখিক অনুমতি দিয়েছেন জেলা ও দায়রা বিচারক।

তার এই দাবি উড়িয়ে দিয়েছেন আলিপুর আদালতের বড়বাবু গোপীনাথ মাঝি।

এমন ঘটনা নজিরবিহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আলিপুরের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখর দে।

এরপরই জেলা ও দায়রা বিচারকের কাছে পৌঁছতেই অবিলম্বে প্যান্ডেল খুলে ফেলার নির্দেশ দেন তিনি। সেইমতো শুরু হয় প্যান্ডেল খোলার কাজ। যদিও আদালতের ক্যান্টিনে আলো জ্বালিয়ে বিয়েবাড়ির রান্না তার পরও জমিয়েই চলে।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।