ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর প্রদেশে নির্বাচনে দলীয় প্রার্থীদের বাধা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

কলকাতা: উত্তর প্রদেশে বিধানসভা ভোটের প্রচারে দলীয় প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার কমিশনের কাছে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ।

তিনি অভিযোগ করেছেন, ‘কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টির লোকজন অর্থবল ও পেশীবল প্রয়োগ করে তৃণমূল প্রার্থীদের প্রচারে করতে বাধা দিচ্ছে।



এরইসঙ্গে সংখ্যালঘু সংরক্ষণ নিয়েও এদিন কংগ্রেসের সমালোচনা করেন সুলতান আহমেদ।

তিনি বলেন, ‘কেন্দ্রের শাসকদল প্রায়শই সংখ্যালঘুদের সংরক্ষণের ললিপপ দেখাচ্ছে। সলমন খুরশিদ এ জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু এর পরও বেণীপ্রসাদ বর্মা ওই একই কাণ্ড ঘটাচ্ছেন। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।