কলকাতা: প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগরিনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে কলকাতায়। শুক্রবার বিড়লা তারামণ্ডলে তার তার ভাস্কর্য উন্মোচিত হয়।
ভস্তক নিয়ে গ্যাগারিন মহাকাশে পাড়ি দিয়েছিলেন ১৯৬১ সালে। ওই বছরের ১২ এপ্রিল তার মহাকাশযান প্রদক্ষিণ করেছিল পৃথিবীর কক্ষপথে। মহাকাশে পাড়ির ৫০ বছর পূর্তিতে প্রথম এই মহাকাশচারীকে স্মরণ করে কলকাতার মানুষ।
রাশিয়ান ওই নভোচরের আবক্ষ ভাস্কর্য্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিড়লা তারামণ্ডলের অধিকর্তা বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি, রাশিয়ান দূতাবাসের আধিকারিক, কলকাতার মেয়র শোভন চ্যাটার্জিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিড়লা তারামণ্ডলে গ্যাগরিনের মহাকাশে পাড়ি দেওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। যেখানে তার জীবনের নানা মূহূর্তের ছবি তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২