ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর ২৪ পরগণায় চিদাম্বরমের এনএসজি হাবের উদ্বোধন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

কলকাতা: রাজ্যে ন্যাশনাল সকিউিরটি গার্ড(এনএসজি) হাবরে উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের বাজুতে এই হাবটি গড়ে তোলা হয়েছে।

শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে চিদাম্বরম ছাড়াও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়, রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এনএসজরি ডিরেক্টর জেনারেল রাজন মধোকর প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় ৩০ একর জমির উপর গড়ে ওঠা এই হাব তৈরীতে খরচ হয়েছে ৩৮ কোটি ২ লাখ রুপি। এটিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড সদস্যদের স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা সহ অতিরিক্ত সকল সুযোগ সুবিধা থাকবে।  

হাবটি উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তাকে সুরক্ষিত করা কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব। এই হাব তৈরিতে রাজ্য সরকারও বেশ সাহায্য করেছে। আর রাজ্যে পট পরিবর্তণ ঘটার পর মাও সমস্যা সহ বেশ কিছু সমস্যা নিয়ন্ত্রণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার সব রকম সাহায্যের হাত বাড়াতে রাজি বলে তিনি জানান।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬/১১ এর মুম্বাই হামলার পর কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ ও চেন্নাইতে এনএসজি হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।