ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ভারতের আসাম প্রদেশের পৌরশহর করিমগঞ্জে দুই দিনের এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শনিবার শুরু হওয়া এ অনুষ্ঠানটি আয়াজন করেছে সেখানকার লিটল ম্যাগাজিন সম্পাদক অ্যাসোসিয়েশন (এলএমইএ)।
অনুষ্ঠানে সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত তিন হাজার লোকের সমাগম হয়েছে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানকে জমকালো করতে আযোজন করা হয় গান। তার আগে শনিবার সকালে শহরের রাস্তায় একটি র্যলি বের করা হয়।
উৎসবে বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, লেখক অংশ নিয়েছেন।
জেলা গ্রন্থাগার মিলনায়তনে উত্সব উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের নৃপেন্দ্রলাল দাস ও মেঘালয় থেকে যাওয়া মোহন দাস।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২