কলকাতা: ভারতের বেসরকারি বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্স কলকাতা থেকে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। শনিবার শহর থেকে তাদের জাতীয় ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে শুক্রবার ধর্মঘট শুরু করেন কলকাতায় কিংফিশারের কর্মীরা। এর জেরেই ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে কর্মীদের অভিযোগ, গত বছরের ডিসেম্বর থেকেই তারা বেতন পাচ্ছেন না।
অপরদিকে, এতগুলি ফ্লাইট বাতিলের ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। প্রবল ঋণের ভারে জর্জরিত কিংফিশার এমনিতেই প্রচুর ফ্লাইট বাতিল করেছে।
সংস্থা সূত্রে খবর, ২৪০ ফ্লাইট মধ্যে বর্তমানে মাত্র ১৬০ থেকে ১৮০টি ফ্লাইট চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২