কলকাতা: সপ্তাহের প্রথম দিন সোমবার চরম ভোগান্তির শিকার নিত্যযাত্র্রী। হুগলী জেলার বারুইপাড়া স্টেশনে যাত্রী বিক্ষোভের জন্য বর্ধমান–হাওড়া কর্ডলাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
এদিন সকাল পোনে ৮টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। ট্রেনটির চালক ও গার্ডকে নামিয়ে আনেন যাত্রীরা। লাইনে বসে তারা বিক্ষোভ দেখায়। জিআরপিএফ একজনকে আটক করলে যাত্রীরা আরও ক্ষুব্ধ হয়ে লাইনে বসে পড়েন। স্টেশন মাস্টারকে ঘিরে
বিক্ষোভ দেখায়, বুকিং অফিসে ভাঙচুর করা হয়।
এর ফলে বিভিন্ন স্টেশনে ১৯টি ট্রেন আটকে পড়েছে। অমৃতসর ও অগ্নিবীণা এক্সপ্রেস সকাল সোয়া ৮টা থেকে কামারকুন্ডু স্টেশনে দাঁড়িয়ে পরে।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানান, ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে শান্তিনিকেতন এক্সপ্রেস ও হাওড়া-ধানবাদ ডাবল ডেকার এক্সপ্রেস রয়েছে। রাজধানী এক্সপ্রেসকে মেইন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রেলপুলিশ এসেছে।
কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রেলকর্তৃপক্ষ ও যাত্রী ইউনিয়ানের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন। তারা সমাধানের পথ খুঁজছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২