কলকাতা: প্রতি বছরের মতো এবছরও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে পালিত হবে আন্তর্জাতিক ভাষা দিবস।
মঙ্গলবার সকাল সাতটায় প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।
কলকাতা উপহাইকমিশন প্রাঙ্গণে ঢাকার কেন্দ্রীয় শহীদমিনারের আদলে স্থাপিত শহীদমিনারে দিনব্যাপী চলবে শ্রদ্ধা জ্ঞাপন।
এরপরে সাতটা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষা দিবস উপলক্ষে দেওয়া বাণী পাঠ ও আলোচনা সভা হবে।
বিকালে ভারত ও বাংলাদেশের শিল্পীদের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
ভারতীয় সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২