আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরায় ২ লাখ ৫১ হাজার ৪৪০ শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানো হয়েছে।
১৯ ফেব্রুয়ারি ছিল রাজ্যে পোলিও প্রতিষেধক খাওয়ানোর দিন।
স্বাস্থ্য দফতরের পালস পোলিও বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. দেবাশিস দাস জানিয়েছেন এ তথ্য।
তিনি জানান, এ বছর ৪ লাখ ৮ হাজার ৩১৮ শিশুকে পোলিও প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। যারা বাদ গেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পোলিওর প্রতিষেধক দেবে স্বাস্থ্যকর্মীরা। আগামী দু’দিন ডোর টু ডোর কর্মসূচি চলবে।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২