ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আড়াই লাখ শিশুকে পোলিও প্রতিষেধক দেওয়া হয়েছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরায় ২ লাখ ৫১ হাজার ৪৪০ শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানো হয়েছে।

১৯ ফেব্রুয়ারি ছিল রাজ্যে পোলিও প্রতিষেধক খাওয়ানোর দিন।

সারা রাজ্যে চার হাজারের বেশি কেন্দ্রে শিশুদের এই প্রতিষেধক দেওয়া হয়েছে। এই কাজে যুক্ত ছিলেন ১৬ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।

স্বাস্থ্য দফতরের পালস পোলিও বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. দেবাশিস দাস জানিয়েছেন এ তথ্য।

তিনি জানান, এ বছর ৪ লাখ ৮ হাজার ৩১৮ শিশুকে পোলিও প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। যারা বাদ গেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পোলিওর প্রতিষেধক দেবে স্বাস্থ্যকর্মীরা। আগামী দু’দিন ডোর টু ডোর কর্মসূচি চলবে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।