আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশের সাহিত্যিককে সম্মাননা জানাবে ত্রিপুরা।
প্রতি বছর রাজ্যে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের “ভাষা সম্মান” সম্মানে ভূষিত করা হয়।
এ বছর ভাষা সম্মান পাচ্ছেন তিন জন। এর মধ্যে একজন বাংলাদেশের। তিনি বিশিষ্ট সাহিত্যিক নুরুল হুদা।
এছাড়া এ বছর ভাষা সম্মান যারা পাচ্ছেন তাদের অন্য দু’জন হলেন ত্রিপুরার বিশিষ্ট কবি কল্যাণব্রত চক্রবর্তী ও আসামের কবি অনুরূপা বিশ্বাস।
মঙ্গলবার মহান মাতৃভাষা দিবসের রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে বিকালে নজরুল কলাক্ষেত্রে। সেখানে এই ত্রয়ী কবি সাহিত্যিকের হাতে তাদের সম্মাননা তুলে দেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২