আগরতলা (ত্রিপুরা) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সফর নিয়ে ত্রিপুরার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
শনিবার চিদাম্বরম ত্রিপুরায় এসেছিলেন।
বিমানবন্দরে তিনি বৈঠক করেন রাজ্য কংগ্রেস নেতাদের সঙ্গে। রুদ্ধদ্বার সে বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে এখন।
একজন কেন্দ্রীয় মন্ত্রীর এভাবে সরকারি অনুষ্ঠানে এসে নিজের দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার পেছনে অন্য অভিসন্ধি দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিমানবন্দরের মধ্যে কংগ্রেসের যে বৈঠক হয় তাতে উপস্থিত ছিলেন- আই এন পি টি নেতারাও। রাজ্য রাজনীতিতে এই আঞ্চলিক দলটি চরম বাঙালি ও কমিউনিস্ট বিদ্বেষী বলেই বেশি পরিচিত। এরা প্রতিবার নির্বাচন এলে গাঁটছড়া বাঁধে কংগ্রেসের সঙ্গে। এই দলটি ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের রাজনৈতিক মুখ হিসাবেই মানুষ জানে।
আগামী নয় মাস পর রাজ্যে বিধান সভা নির্বাচন। ফলে ঐ দলের নেতাদের সঙ্গে এভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে শাসক দল সি পি এমের পক্ষ থেকে অভিযোগ তোলা শুরু হয়ে গেছে। দলীয় কর্মী সমর্থকদের সতর্ক থাকার কথাও বলেছে সি পি এম।
সি পি এমের পক্ষ থেকে বলা হচ্ছে, মাস ছয়েক আগে আখাউড়ার ল্যান্ড কাস্টমস স্টেশনের শিলান্যাসের নাম করে চিদাম্বরম আগরতলায় এসেছিলেন। সে সময়ও বিমান বন্দরে গিয়ে তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে এভাবে বৈঠক করেন। এর এক সপ্তাহের মধ্যেই কংগ্রেসের মিছিল থেকে রাজধানীর একটি থানা আক্রমণ করা হয়। সেদিন রাজপথে গুলিও চলে। নিহত হন এক যুবক।
সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফিরে যাওয়ার এক দিনের মধ্যেই তার সফর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২