ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মায়া সেন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২
চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মায়া সেন

কলকাতা: চলে গেলেন  বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মায়া সেন। সোমবার সকাল সোয়া ৮টা নাগাদ কলকাতার নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।



শিল্পীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

মায়া সেনের মৃত্যুতে রবীন্দ্রসংগীত জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। এই শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে রবীন্দ্র অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ভক্তরা শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে রবীন্দ্রসংগীত নিয়ে সাধনার পাশাপাশি এই কিংবদন্তি শিল্পী বহুদিন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।