আগরতলা (ত্রিপুরা) : আবেগ-উন্মাদনা আর ভালবাসায় মহান মাতৃভাষা দিবসের কর্মসূচি চলছে আগরতলায়।
শুধু আগরতলায় নয়, নানা বর্ণময় অনুষ্ঠান হচ্ছে রাজ্যের সর্বত্র।
এদিন শহর আগরতলার ঘুম ভাঙে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি’, এই অজেয় গানের সুরে। এই গান আজও এই রাজ্যের লাখ প্রাণে আগুন জ্বালে। হৃদয়ের তন্ত্রীতে টান ধরে সীমানার বাধা ভুলে।
২১শের সকালে প্রভাত ফেরি শুরু হয়েছে রাজধানীর বীরচন্দ্র কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। বর্ণাঢ্য শোভাযাত্রা পৌঁছায় আখাউড়া সীমান্তে। এখানে নো ম্যান্স ল্যান্ডে এর পর শুরু হয়েছে দু’পারের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সীমানার দু’দিকে দাঁড়িয়ে বহু মানুষ দেখছেন ২১শের এই অনুষ্ঠান।
সকালে শ্রীমন্তপুরে হয়েছে প্রভাতফেরী। বিলোনীয়ায় ভাষা শহীদ স্মারক উদ্বোধন করা হবে।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১২