কলকাতা: অমর একুশের আন্দোলনে অমর শহীদ আবুল বরকতের জন্মভিটা অধিগ্রহণের দাবি উঠেছে।
ভাষা শহীদ আবুল বরকতের জন্মভিটা মুশির্দাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামে।
এই অমর শহীদকে নিয়ে আজও গর্ব অনুভব করে বাবলা গ্রাম। প্রত্যেক বছর তার স্মরণে ও ভাষা দিবস উপলক্ষে আয়োজিত হয় বরকত মেলা। হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছরও যার ব্যাতিক্রম হয়নি।
এখানে গ্রামের মানুষের উদ্যোগে গড়ে উঠেছে আবুল বরকত কেন্দ্র। এই কেন্দ্রে রয়েছে একটি গ্রন্থাগার ও মিলনায়তন। সারা বছরই ভাষা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে এই কেন্দ্রটি পরিচলনা করে।
কেন্দ্রের সহসভাপতি শামসুদ্দিন মন্ডল বাংলানিউজকে বলেন, সিপিএম নেতা ও সাংসদ শ্যামল চক্রবর্তী উদ্যোগে সাংসদ চন্দ্রকলা পান্ডের সাংসদ তহবিলের টাকায় ১০ লাখ রুপি ব্যয় করে তৈরি হয়েছে ‘বরকত ভবন’।
তিনি বলেন, ‘এই ভবনের একটি কক্ষের নাম করা হয়েছে ভাষা শহীদ জব্বারের নামে। এই ভবনে চলছে একটি সাক্ষরতা কেন্দ্র। সালার রেলস্টেশন থেকে বাবলা গ্রাম পর্যন্ত সড়কের নাম ‘বরকত সরণী’ করার জন্য কাজ চলছে। ’
তিনি আরো বলেন, ‘গ্রামে বরকত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়টি জুনিয়র হাইস্কুলে উন্নীত করা হয়েছে। এখন এলাকাবাসীসহ আমাদের দাবি বরকতের জন্মভিটা অধিগ্রহণ করুক রাজ্য সরকার এবং এখানে গড়ে তোলা হোক ভাষা সংগ্রাম বিষয়ক সংগ্রহশালা। ’
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১২