ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হচ্ছে ‘মুজিব চর্চা কেন্দ্র’

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২
কলকাতায় হচ্ছে ‘মুজিব চর্চা কেন্দ্র’

কলকাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবার কলকাতায় বেসরকারি উদ্যোগে একটি গবেষণা কেন্দ্র হচ্ছে।

কলকাতা ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের সভাপতি বিদ্যুৎ দেবনাথ এমনটিই জানিয়েছেন।



তিনি বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা ও কলকাতায় তার স্মৃতিবিজড়িত স্থানগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য ‘মুজিব চর্চা কেন্দ্র’
গড়ে তোলা হচ্ছে।

এছাড়াও সারা বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ প্রচারণার জন্য বিভিন্ন অনুষ্ঠান করা হবে।

এ উপলক্ষে তারা ২১ ফেব্রুয়ারি কলকাতা শিশির মঞ্চে ভাষা দিবসের এক মনোজ্ঞ অনুষ্ঠানে তাদের একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ।

বাংলায় এ ওয়েবসাইটটি ভারত-বাংলাদেশ উভয় দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে অন্যতম সোপান হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন কবি শঙ্খ ঘোষ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।