ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে মনমোহন-মমতা সংলাপ: ফারাক্কা আছে তিস্তা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২
দিল্লিতে মনমোহন-মমতা সংলাপ: ফারাক্কা আছে তিস্তা নেই

নয়াদিল্লি: বিভিন্ন ইস্যুতে কথা হলেও আলোচনা হলো না তিস্তার পানি বন্টন নিয়ে মনমোহন-মমতার বৈঠকে। বৈঠক সূত্রে এমনটাই জানা গেছে।



বুধবার বিকেল সাড়ে ৫টায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহনের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,

‘ফারাক্কার স্লুইস গেট ভেঙে যাওয়ায় এ রাজ্যের প্রাপ্য পানির বড় অংশ বাংলাদেশে চলে যাচ্ছে। এতে ব্যাপকভাবে
ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। ’

তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ‘এর ফলে হুগলি নদীর জলস্তর নেমে যাওয়ায় কলকাতা ও হলদিয়া বন্দরে জাহাজ চলাচল বন্ধ হতে বসেছে। পাশাপাশি গোটা রাজ্যজুড়ে সেচ ও পানীয় জলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ’

তবে তিনি এও জানান, রাজ্যগুলোর সঙ্গে একমত না হওয়া পর্যন্ত জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) কার্যকর করবে না কেন্দ্র। বুধবার দিল্লিতে বৈঠকের পর এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এনসিটিএ নিয়ে রাজ্যের অবস্থান প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করেছেন বলে তিনি বলেন, ‘এনসিটিএ চালু হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অবমাননা করা হবে। তাই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এ সিদ্ধান্তের বিরোধিতা করছি। ’

দার্জিলিংয়ে জিটিএ প্রসঙ্গে মমতা বলেন, রাজ্যের তরফে সমস্ত উদ্যোগ সম্পূর্ণ হলেও কেন্দ্রের গড়িমসিতে জিটিএ গঠনের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে প্রধানমন্ত্রীকে অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে জানিয়েছেন, ‘দু’দিনের মধ্যে সমস্ত প্রশাসনিক কাজ সম্পূর্ণ করে বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ’ রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিলে জিটিএ’র নির্বাচনে আর কোনো বাধা থাকবে না।

ফারাক্কা ব্যারাজ নিয়ে সরকারি আধিকারিকদের কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনার জন্য ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের সরকারি আধিকারিকদের দায়ী করে প্রধানমন্ত্রীর কাছে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি।

তিস্তার পানি বন্টন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা, তা এড়িয়ে গেছেন মমতা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।