ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমানে খুনের ঘটনায় মমতা-তৃণমূলের বিরোধী বক্তব্য

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২
বর্ধমানে খুনের ঘটনায় মমতা-তৃণমূলের বিরোধী বক্তব্য

কলকাতা : পশ্চিমবঙ্গের বর্ধমানের দাওয়ানদীঘিতে বুধবার সকালে তৃণমূলের হামলায় সাবেক সিপিএম বিধায়ক ও একজন নেতার খুনের ঘটনাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি ও তার দলের পরস্পর বিরোধী প্রতিক্রিয়া পাওয়া গেছে।

এদিন, এ ঘটনাকে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



শুধু তাই নয়। তিনি বলেন, নিহত সাবেক বিধায়ক প্রদীপ এবং সিপিএম নেতা কমল রায়ের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।

যদিও তৃণমূলের রাজ্যের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। রাজ্যে তৃণমূলের পক্ষ থেকে, এই ঘটনাকে জনরোষের শিকার বলা হয়েছে।
 
ঘটনার পর রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এলাকা দখল করতে গিয়েছিল সিপিএম। গণরোষের ফলেই খুন হয়েছেন ২ সিপিআইএম নেতা।

দুপুরে সেই কথাই পুনরাবৃত্ত হয় শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির গলায়ও। এ ঘটনা নিয়ে সিপিএম রাজনৈতিক চক্রান্ত চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, সিপিএম নেতা খুনের প্রতিবাদে এদিন রাজ্যের বিভিন্ন অঞ্চলে ধিক্কার মিছিল করে সিপিএম। জেলায় জেলায় ধিক্কার মিছিলে পা মেলান সিপিএম নেতা থেকে কর্মী, সমর্থক এমনকী সাধারণ মানুষও।  

মিছিল হয় শিলিগুড়ি, বহরমপুর, দুর্গাপুর, চুচুড়া, বারুইপুরসহ বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায়। মিছিল বেরোয় নদিয়ার শান্তিপুর ও কলকাতাতেও।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যব্যাপী ধিক্কার মিছিলের ডাক দিয়েছে রাজ্যের বিরোধী জোট বামফ্রন্ট। বুধ এবং বৃহস্পতিবার দুদিন জেলায় জেলায় ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ০২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।