কলকাতা: বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি ও নিয়োগপত্রের দাবিতে মহাকরণের সামনে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে মহাকরণের সেন্ট্রাল গেটের সামনে জড়ো হয়ে ওই শিক্ষাকর্মীরা তাদের দাবি জানাতে থাকেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা দাবি-দাওয়া জানাতে চান বলে জানান।
তাদের দাবি, এক বছর আগে তৎকালীন বাম সরকার ১৩৯টি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বর্তমান সরকার এই বিষয়ে কোন পদক্ষেপ নেয় নি। ফলে ওই মাদ্রাসার শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীরা সমস্যায় পড়েছেন।
পরে, মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে মাদ্রাসার কর্মীদের দাবিগুলোকে বিবেচনার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।
ভারতীয় সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২