ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের আক্রান্ত মানুষের পাশে ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২
পশ্চিমবঙ্গের আক্রান্ত মানুষের পাশে ত্রিপুরা

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরার বাম গণতান্ত্রিক অংশের জনতা দাঁড়ালেন পশ্চিমবঙ্গের আক্রান্ত মানুষের পাশে।

সারা রজ্যের অসংখ্য মানুষ বৃহস্পতিবার গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে।

মিছিল-সভায় ধিক্কার জানালেন যে সিপিএমের দুই নেতার হত্যার প্রতিবাদ।

সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটি এদিন সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছিল। বুধবার পশ্চিমবঙ্গের বর্ধমানে সিপিএমের মিছিলে তৃণমূলের লোকজন হামলা চালালে প্রাক্তন বিধায়কসহ দুজনকে খুন হন। এঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছিল ত্রিপুরার পার্টি।

এদিন রাজ্যের সর্বত্র বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেছে বামপন্থীরা। হাজার হাজার মানুষ এদিন এসব মিছিল-সভায় যোগ দেন। মিছিল থেকে আওয়াজ উঠেছে প্রতিরোধের প্রাচীর গড়েই রুখতে হবে বামপন্থীদের উপর নেমে আসা এই আক্রমণ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।