ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশি নির্যাতন : বিএসএফের ৮ জওয়ানের কোর্টমার্শাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

কলকাতা : গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গের মুশির্দাবাদ জেলার রাণীনগর সীমান্তে বিএসএফ আউটপোস্টে চাপাইনবাবগঞ্জের এক বাংলাদেশি যুবককে গরু চুরির অভিযোগে নগ্ন করে অত্যাচারের ঘটনায় অভিযুক্ত ৮ জওয়ানের কোর্ট মার্শাল হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনার ফুটেজ সংবাদমাধ্যমে আসার পরই বিএসএফ কর্তৃপক্ষ আধিকারিকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে।



এ তদন্ত কমিটির প্রাথমিক রির্পোটে অভিযুক্তদের দায়ী করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

বিএসএফের দক্ষিণবঙ্গের মহাপরিচালক (আইজি) রবি কুমার পন্থ বলেছেন,
‘মুর্শিদাবাদ জেলার সীমান্তে গরু পাচারকারী সন্দেহে একজন বাংলাদেশির ওপর বাহিনীর যে ৮  জওয়ান পাশবিক নির্যাতন চালিয়েছিলেন, প্রাথমিক তদন্তে
তাদের সবাই দোষী সাব্যস্ত হয়েছেন। এ ঘটনায় তাদের কোর্ট মার্শালের নির্দেশ দেওয়া হয়েছে। ’

তিনি বলেন, ‘বিএসএফের অভিযুক্ত ৮ জনকে জেরা করা হয়েছে। তারা তাদের দোষ স্বীকার করেছেন। এরপর বিএসএফের নিজস্ব আদালতে তাদের সাজা ঘোষণা করা হবে।
তবে যে বাংলাদেশির ওপর নির্যাতন চালানো হয়েছিল, তাকে সাক্ষ্য প্রমাণের
জন্য ডাকা হচ্ছে না। কারণ, অভিযুক্তরা নিজেরাই দোষ স্বীকার করেছেন। ’

তিনি আরো বলেন, ‘বিএসএফের নিজস্ব আইনে তাদের সাজা হবে। গোটা প্রক্রিয়াটি শেষ হতে আরো এক মাস সময় লাগতে পারে। ’

বাংলাদেশ সময় :  ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।