কলকাতা: নারীদের সঙ্গে অশালীন আচরণ করায় বর্ধমানের খড়গপুরের শালুয়াতে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ দফতরে শুক্রবার রাতে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা।
জনতার ব্যাপক মারধোরে ২০ জন সিআইএসএফ জওয়ান আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে খড়গপুরের শালুয়াতে এক মেলার গানের আসরে মদ্যপ অবস্থায় কয়েকজন সিআইএসএফ জওয়ান নারীদের সঙ্গে অশালীন আচরণ করে। এর প্রতিবাদ করলে ওই জওয়ানরা কয়েকজনকে মারধরও করে বলে অভিযোগ।
ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতেই স্থানীয় জনতা সেখানকার সিআইএসএফ দফতরে হামলা চালায়। জনতার প্রহারে আহত জওয়ানদের প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনকদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সিআইএসএফ এবং পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২