ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অসংগঠিত শ্রমিকদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমিকদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা শনিবার কলকাতায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন, যুবভারতী ক্রীড়াঙ্গনে  রাজ্যের শ্রমমন্ত্রক আয়োজিত অসংগঠিত শ্রমিকদের সমাবেশ ও সহায়তা ঘোষণা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্ধ বৃদ্ধির কথাও জানান।



মুখ্যমন্ত্রী বলেন, অসংগঠিত শ্রমিকদের দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ ১ লাখ রুপি থেকে বেড়ে ২ লাখ, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৩০ হাজার থেকে বেড়ে ৬০ হাজার, আহতের ক্ষেত্রে ৫ হাজার থেকে বেড়ে ১০ হাজার রুপি করা হলো।

তিনি বলেন, অন্যান্য প্রায় সবক্ষেত্রেও বরাদ্ধ বৃদ্ধি দ্বিগুণ করা হচ্ছে। সমস্ত শ্রমিকদের রাষ্ট্রীয় স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে। সকলকে দেওয়া হবে সামাজিক মুক্তিকার্ড। এই কার্ড দেখিয়ে সরকারি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

তিনি ঘোষণা করেন, পরিবহন শ্রমিকদের বাড়তি সুবিধা দেবে পরিবহন দফতর।      

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, পূর্ণেন্দু বসু, অমিত মিত্র ও সুব্রত মুখার্জি প্রমুখ।

বামপন্থিদের ডাকা হরতাল ও ধর্মঘট ইস্যুতে আবারও বিরোধীদের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বিরোধীরা হরতাল ও ধর্মঘট করে রাজ্যের উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে।   অবিলম্বে এই রাজনীতি বন্ধ হওয়া উচিত। কথায় কথায় রাস্তা অবরোধ করতে না দিয়ে পরিবহনকে সচল রেখে রাজ্যকে সচল রাখার আহ্বান জানান তিনি।

কোনোরকম প্ররোচনায় পা না দিয়ে কাজে সামিল হওয়ার আর্জিও জানান মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।