কলকাতা : গত বুধবারের পর আবার কলকাতার বরানগর জুটমিলে আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রোববার।
এদিন দুপুর ১টা নাগাদ বরানগর জুটমিলে আগুন লাগার খবর আসে।
বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ এই জুটমিলে আগুন লেগেছিল। ১৭টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছিল। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী জাভেদ খান।
অগ্নিকাণ্ডে বেশ কয়েক কোটি টাকার পাটের ক্ষতি হয় বলে কারখানা সূত্রে জানা গেছে।
এদিকে ৩ দিন পর এই কারখানায় ফের আগুন লাগাকে ঘিরে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে।
দমকলকর্মীদের দাবি, কারখানাটিতে অগ্নিনির্বাপকের ব্যবস্থা যথযথ নেই। কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে।
তবে কি কারণে আগুন লেগেছ তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০১২