ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আর্থিক সঙ্কটে রেল: বাজেটে ২৫ হাজার কোটি রুপি সাহায্য

সিনিয়ন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

নয়াদিল্লি : আর্থিক সঙ্কটে জর্জরিত ভারতীয় রেলকে বাঁচাতে সাধারণ তহবিল থেকে ২৫ হাজার কোটি রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক।

আগামী অর্থবর্ষে (২০১২-১৩) রেলের বাজেটের জন্য এই অর্থ মঞ্জুর করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।



এই প্রবল সঙ্কটের হাত থেকে উদ্ধার পেতে অর্থমন্ত্রকের কাছে দ্বারস্থ হয়েছিলেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তিনি ৫০ হাজার কোটি রুপি দাবি করেছিলেন। কিন্তু শেষমেশ সাধারণ তহবিল থেকে ২৫ হাজার কোটি রুপি দিতে রাজি হয়েছে অর্থমন্ত্রক।

তবে, অর্থনৈতিক দুর‍বস্থার জন্য গত রেল বাজেটেও সাধারণ তহবিল থেকে ২০ হাজার কোটি রুপি বরাদ্দ করেছিল অর্থমন্ত্রক। কিন্তু এবার এই সঙ্কট আরো তীব্র আকার নেওয়ায় অতিরিক্ত ৫ হাজার কোটি রুপি দেওয়া হচ্ছে বলে এদিন সরকারি সূত্রে জানা গেছে।

তবে, আর্থিক অবস্থা বেহাল থাকায় রেলের পরিকাঠামোর উন্নতির কাজ ইতোমধ্যে থমকে গেছে। একই সঙ্গে যাত্রী পরিষেবা এবং যাত্রী নিরাপত্তার উন্নতির বিষয়েও এক পা এগোতে পারেনি রেল। কোষাগারে টান ধরায় নতুন লাইন পাতা, বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রকল্পও ব্যাপক হারে কাটছাঁট করার সিদ্ধান্ত নিচ্ছে রেল।

সম্প্রতি রেলের উন্নতির জন্য কাকোদকার কমিটি এবং পিত্রোদা কমিটি গঠন করে রেলমন্ত্রক। এই দু’টি বিশেষজ্ঞ কমিটি রেলের আধুনিকীকরণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে একগুচ্ছ প্রস্তাব দেয়।

এই প্রস্তাবগুলো বাস্তবায়িত করতে বছরে অন্তত ৭০ হাজার কোটি রুপি খরচ হবে বলে জানিয়েছিল দু’টি বিশেষজ্ঞ কমিটি। কিন্তু রেলের আর্থিক দুরবস্থার জেরে এই প্রস্তাবগুলি এখন বিশবাঁও পানিতে।

উল্লেখ, ১৪ মার্চ সংসদে ২০১২-১৩ আর্থিক বছরের রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। এরপর ১৬ মার্চ সাধারণ বাজেট লোকসভায় পেশ করবেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

বাংলাদেশ সময় : ১৬০৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।