ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ভারতে, অস্বীকার সাউথ ব্লকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

নয়াদিল্লি: মার্কিন সেনাবাহিনীর ‘স্পেশাল ফোর্স’ ভারতে। ফাঁস করে দিয়েছেন মার্কিন প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল রবার্ট উইলার্ড।

তাও আবার মার্কিন কংগ্রেসের শুনানিতে। প্রবল অস্বস্তির মুখে পড়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক যথারীতি উইলার্ডের এই বক্তব্য অস্বীকার করেছে।

পররাষ্ট্র মন্ত্রকের দাবি, ভারতের সঙ্গে মার্কিন স্পেশাল ফোর্সের পারস্পরিক বিনিময় হয়েছিল একমাত্র এখানে ও বাইরে যৌথ মহড়ার সময়।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, মার্কিন স্পেশাল ফোর্স অতীতে কখনও ভারতে মোতায়েন ছিল না, এই মুহূর্তেও এরকম কোনো টিম ভারতে নেই।

এদিকে নয়াদিল্লিতে সিপিএম পলিট ব্যুরো বলেছে, এই অস্বীকার একইসঙ্গে কিছু প্রশ্ন তুলে দিয়েছে। সরকারের বিষয়টি স্পষ্ট করে জানানো উচিত। মার্কিন সামরিক কমান্ডের প্যাসিফিক কমান্ডের চৌহুদ্দির মধ্যে পড়ে ভারত। মার্কিন কংগ্রেস কমিটির কাছে তার অধিকারবলেই বিবৃতি দিয়েছেন প্যাসিফিক কমান্ডের প্রধান।

শনিবার এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রকাশ্যে ও গোপনে যে সামরিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে তার সমস্ত বিষয়ই সরকারের সবিস্তারে স্পষ্ট করে জানানো উচিত।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।