ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বামফ্রন্টের প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ৩, ২০২২
উপ-নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বামফ্রন্টের প্রার্থীরা

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন বিজেপি চারটি বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য এখনো প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি। এ সময় রাজ্যের প্রধান বিরোধী জোট বামফ্রন্টের প্রার্থীরা প্রচারের পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

শুক্রবার (৩ জুন) বিশাল মিছিল করে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এদিন ফ্রন্টের কর্মী-সমর্থকরা ছয় আগরতলা বিধানসভা আসনের প্রার্থী কৃষ্ণা মজুমদার ও আট টাউন বড়দোয়ালী আসনের প্রার্থী রঘুনাথ সরকারকে নিয়ে বিশাল মিছিল বের করেন এবং শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করেন। এর পর অফিস লেন এলাকার সদর মহকুমা শাসকের অফিসে গিয়ে রিটার্নিং অফিসার অসীম সাহার হাতে মনোনয়নপত্র জমা দেন রঘুনাথ সরকার।  

অপরদিকে প্রার্থী কৃষ্ণা মজুমদার সিটি সেন্টারের আগরতলা পৌর নিগমের অফিসে গিয়ে রিটার্নিং অফিসার ডা. শৈলেশ কুমার যাদবের হাতে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রার্থী কৃষ্ণা মজুমদারের বলেন, রাজ্যে এখন চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার সুবিধাগুলো পাচ্ছেন না। এ পরিস্থিতিতে দাঁড়িয়ে বামফ্রন্টের আহ্বান ভোটাররা যেন রাজ্যের সার্বিক পরিস্থিতি বিচার করে তাদের মূল্যবান ভোট দেন।  

অপরদিকে প্রার্থী রঘুনাথ সরকার বলেন, রাজ্যে বর্তমানে কঠিন পরিস্থিতি চলছে, সাধারণ মানুষের বাঁচার অবস্থা নেই। রাজ্য শাসন ব্যবস্থা আছে বলে মনে হয় না। নারী-শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা নেই। পুলিশ দল দাসে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে ত্রিপুরার মানুষ মুক্তি চাইছে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।