ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপির ‘আদিবাসী’ রাষ্ট্রপতি, ‘কৃষক পুত্র’ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
বিজেপির ‘আদিবাসী’ রাষ্ট্রপতি, ‘কৃষক পুত্র’ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি জোটের (এনডিএ) প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। যার নাম শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগে জানলে আমরা দ্রৌপদীকেই সমর্থন দিতাম।

তার বিরুদ্ধে কোনও রাষ্ট্রপতি পদপ্রার্থী দিতাম না। দ্রৌপদী উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামের আদিবাসী পরিবারের মেয়ে।

তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে বিজেপি যেমন চমক দিয়েছে তেমনই চমক দিলো উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনকড়কে বেছে নিয়ে। জগদীপ ধনকড় বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

শনিবার (১৬ জুলাই) জগদীপ ধনকড়কের নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন ধনকড়ের নাম প্রকাশ করতে গিয়ে উল্লেখযোগ্য ভাবে তাকে 'কৃষক পুত্র' এবং 'জনগণের রাজ্যপাল' বলে উল্লেখ করেন জেপি নাড্ডা।

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, কৃষক পুত্র জগদীপ ধনকড়। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল। গত তিন বছর ধরে তিনি জনগণের রাজ্যপাল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

এর আগে শুক্রবার (১৫ মে) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতায় এলে তার সঙ্গে সাক্ষাৎ করেন জগদীপ ধনখড়। শনিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন তিনি। উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

এদিন বিকেলেই বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক হয়। সেই বৈঠকেই বিজেপি জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম বেছে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত, ভারতে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ জুলাই ফল ঘোষণা। আর আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন।  যদিও বিরোধীদের রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিনার নাম রয়েছে। তবুও অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপির পদপার্থী।  

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
ভিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।