ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এনসিটিসি বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মানিক সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২
এনসিটিসি বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মানিক সরকার

আগরতলা (ত্রিপুরা) :  ‘সন্ত্রাস দমন কেন্দ্র’ এনসিটিসি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

জানা গেছে, প্রধানমন্ত্রী এতে সম্মতি প্রকাশ করেছেন।

১৬ এপ্রিল দিল্লিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ত্রাস দমনের জন্য কেন্দ্রীয় সরকার ‘সন্ত্রাস দমন কেন্দ্র’ (এনসিটিসি) চালু করতে চায় সারাদেশে।
অন্তত বারটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আগেই এ নিয়ে বিরোধিতা করেন। কিন্তু মুখ্যমন্ত্রীদের বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়নে বদ্ধ পরিকর।

সে প্রেক্ষিতে মার্চের প্রথম দিকে সব রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) এবং মুখ্যসচিবদের নিয়ে বৈঠক ডাকে। কিন্তু সে বৈঠক ফলপ্রসূ হয়নি।

কেন্দ্র রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করতে চায় এই অভিযোগ তুলে রাজ্যগুলো এই আইনের বিরোধিতা করেছিল।

তখনই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাবি তুলেন তাদের নিয়ে যেন একটি সভা ডাকেন প্রধানমন্ত্রী। ঠিক এ দাবিতেই এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মানিক সরকার।

বাংলাদেশ সময় : ১২৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।