আগরতলা (ত্রিপুরা) : রাজ্যে আরও ছয় মাস বাড়ানো হলো আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের (আফসা) মেয়াদ।
রাজ্যের ৭০টি থানা এলাকার মধ্যে সম্পূর্ণভাবে ৩৪টিতে আফসা জারি আছে।
১৯৯৭ সাল থেকেই রাজ্যের এ ৩৪টি থানা এলাকায় এ আইন জারি রয়েছে।
রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ এক সময় তীব্র আকার ধারণ করায় রাজ্য সরকারের পক্ষ থেকে এ আইন প্রয়োগ করা হয়।
এ আইন প্রয়োগের ফলে অনেকটাই কমে যায় সন্ত্রাসবাদী কার্যকলাপ। তারপরও কোনও ধরনের অসাবধান পরিস্থিতি তৈরি হোক তা চায় না সরকার। তাই এ সামরিক আইনের মেয়াদ আবারও বৃদ্ধি করা হয়েছে।
এ কথা জানিয়েছেন রাজ্য পুলিশের এক আধিকারিক।
এদিকে বিরোধীরা অভিযোগ করছেন, এ ধরনের আইন জারি থাকার ফলে সাধারণ মানুষ যন্ত্রণার শিকার হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
টিএস
সম্পাদনায়: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর