ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের নয়া রেলমন্ত্রী হিসেবে মুকুল রায়ের শপথ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
ভারতের নয়া রেলমন্ত্রী হিসেবে মুকুল রায়ের শপথ

নয়াদিল্লি: ভারতের নতুন রেলমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুকুল রায়। মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিল।



শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেসের প্রতিমন্ত্রী ও সাংসদরা।

তবে রাজধানীতে থেকেও নতুন রেলমন্ত্রীর শপথ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিত না থাকাটা ছিল বিস্ময়কর।

শপথগ্রহনের পরেই নতুন রেলমন্ত্রী রেলভবনে যান। এর পর প্রধানমন্ত্রী তাকে লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। । দুপুরে সংসদে রেল বাজেট বিতর্কে তিনি অংশ নেন।

রেলের ভাড়া বৃদ্ধির যে প্রস্তাব বাজেটে পেশ করা হয়েছিল, সে বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানাতে পারেন নতুন রেলমন্ত্রী। এদিনই তিনি রেলবোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আরডি
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।