আগরতলা (ত্রিপুরা): রাজ্যে বাড়ছে রেগার মজুরি। রেগা শ্রমিকদের মজুরি করা হবে ১৪০ টাকা।
রেগা শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৪০ টাকা করার সরকারি সিদ্ধান্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার।
রেগা শ্রমিকদের মজুরি বাড়ানো এবং বছরে ১৫০ দিন কাজ দেবার দাবি জানিয়ে আসছিল ত্রিপুরা রাজ্য ক্ষেতমজুর ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মজুরি বাড়িয়ে ২০০ টাকা করার প্রস্তাব ছিল।
এ সব দাবিতে মঙ্গলবার সংগঠনের নেতৃবৃন্দ ডেপুটেশন দেন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে। সেখানেই মুখম্নত্রী জানান, রেগায় বাড়ানো হচ্ছে মজুরি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
টিসি
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর